লালমোহনে জমি বিরোধের জের ধরে ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

লালমোহন প্রতিনিধিঃ
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৮ নভেম্বর সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শাহারালি বাড়িতে মতিন ও ফিরোজ দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফিরোজ জনবলে বলিয়ান ও প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে জমি দখল করে নেয়। মতিন তার জমি বুঝ চাইলে তার উপর হামলা মারপিট করে। নানাভাবে হয়রানি করে। কিছুদিন আগে মতিনের বাড়িতে গিয়ে ফিরোজ ও তার লোকজন মতিনকে, তার স্ত্রী ও ছেলেমেয়েদেরকে বেদম মারপিট করে এবং বাড়িঘর লুটপাট করে। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ঘটনায় ফয়সালা করে ক্ষতিপূরণ বাবদ ফিরোজের ৫০ হাজার টাকা জরিমানা করে। উক্ত টাকা দিবে বলে ফিরোজ সময় নেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে পূণরায় মতিনের উপর হামলা করে। পূর্বের জরিমানার টাকা পরিশোধ করেনি মতিনকে মেরে ফেলার হুমকি দেয়। ফিরোজ, তারেক, জয়তুন, ইউসুফ, রুপজা, জিহাদসহ আরো কয়েকজন মিলে মতিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করতে এলে রোকেয়া, সোনিয়া ও পারুলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বিচারের দাবিতে মতিন ও তার পরিবার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ফিরোজের প্রভাব প্রতিপত্তি ও পেশিশক্তির কাছে মতিন অসহায় হয়ে পড়েছে। আহতরা ন্যায় বিচার দাবি করেন।