লালমোহনে ডিবি পুলিশের উপর হামলাকারী মিরাজ আটক

মাসুদ রানা, ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ডিবি পুলিশের উপর হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানের চেষ্টায় লালমোহন ও তজুমদ্দিন এর প্রশাসনের অভিযানে আটক হয়েছে সেই ইয়াবার গডফাদার ও ডিবি পুলিশের উপর হামলাকারি মাদকের বিগ ডিলার, দশ মামলার আসামি মিরাজ।

আসামী মিরাজের বিরুদ্ধে থাকা মামলাগুলো হলো:
১| ভােলা এর তজমুদ্দিন থানার এফ আই আর নং -৯, তারিখ- ২৮ মে, ২০২০; জি আর নং -৪৮, তারিখ- ২৮ মে, ২০২০; ধারা
৩৬১) এর ১০ (ক) মাদকদব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
২। ভােলা এর তঞ্জামদ্দিন থানার এফ আই আর নং -১৪, তারিখ -৩০ জুন, ২০১৮; জি আর নং -৭৬, তারিখ- ২৯ জুন, ২০১৮
ধারা- ১৪৩/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/৩২৩/৩২৫/৩৪ পেনাল কোত
৩। ভােলা এর তজমুদ্দিন থানার এফ আই আর নং -১৩, তারিখ- ২৯ জুন, ২০১৮; ধারা- ৩২৮/৮০ পেনাল কোড
৪। ভােলা এর লালমােহন থানার এফ আই আর নং -৩, তারিখ- ০৬ মার্চ, ২০১৭: জি আর নং -৫৪/ ১৭; ধারা- ১৯ (১) এর ৯ (ক)
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
৫। ভােলা এর তজমুদ্দিন থানার এফ আই আর নং -১, তারিখ- ০২ অষ্ট, ২০০৭: জি আর নং -৬৩, তারিখ- ০৩ অক্টে, ২০১৭
ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড -১৮৬০; তসহ ২৫. খ ই) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন
৬। ভােলা এর তজুমদ্দিন থানার এফ আই আর নং -০১/ ৬৩, তারিখ- ০২ অক্টে, ২০০৭, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড -১৮৬০।
তৎসহ ২৫-অ (ই) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন
৭। ভােলা ধারা- এর লালমােহন ৩৬ (১) এর থানার ১০ (ক এফ) মাদকদ্রব্য আই আর নিয়ন্স নং -২৫ আইন, তারিখ-, ২০১৮ ১৭ ফে, ২০১৯; জি আর নং -৫৫, তারিখ -১৭ 9ে, ২০১৯
৮। ভােলা এর লালমােহন থানার এফ আই আর নং -১১, তারিখ- ১৮ ফেব্রু, ২০১৬ ধারা -৩২৮/ ৪৫৭/ ৩৮০ পেনাল কোড -১৮৬০;
৯। ভােলা ২০২০ এর লালমােহন; ধাৱা -২০১৮ থানার সালের এফ আই মাদকদ্রব্য আর নং নিয়ন্ত্রণ -১৪, তারিখ- আইন ৩৬১ ১৩ আগষ্ট) এর, ১০ ২০২০ (ক)/; ৪১ জি আর নং -২০১, তারিখ- ১৩ আগষ্ট,
১০। লালমােহন থানার মামলা নং -১৮ তাং -২৭/ ০১/ ২০১৩, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) টেবিলক)

মিরাজ লালমোহন পৌরসভা ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতাব্বরের ছেলে এবং ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজ মাতাব্বরের ছোট ভাই।