লালমোহনে পথ রোধ করে মারপিট-ছিনতাই, আহত ৫

লালমোহন প্রতিনিধি: লালমোহনে পথ রোধ করে হামলা মারপিট করে ৫ জনকে আহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৪ জুন সন্ধ্যা ৬টার সময় পৌরসভা ১১ নং ওয়ার্ড ভাঙ্গাপুল বাজার এলাকায় এঘটনা ঘটে।

এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ২৪ তাং ২৪/০৬/২০২০ ইং

জানা যায়, লালমোহন পৌরসভা ১২ নং ওয়ার্ডের আঃ রাজ্জাক পিং সেলিম ২৪ জুন সন্ধ্যা ৬ টার সময় নিত্যপ্রয়োজনীয় বাজার নেওয়ার উদ্দেশে ভাঙ্গাপুল বাজারে সুমনের চা য়ের দোকানে সামনে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা জামাল, হান্নান, রাসেল, নেজানুদ্দিন, আলমগীর হোসেন, রিপন, পারভেজ, দেলোয়ারসহ আরো কয়েকজন মিলে কোন কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতারি মারধর শুরু করে আঃ রাজ্জাককে। এক পর্যায়ে তার সাথে থাকা নগদ ১৮,৬৫০ টাকার একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে আহতের ডাক চিৎকারে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক স্বর্ণকার, মহিউদ্দিন, কালু সহ কয়েকজন এসে আহত কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য আনলে সেখানে পথ রোধ করে উদ্ধারকারি নূরুলহক স্বর্ণকার, শাজাহান, শামসুন্নাহার, লুৎফা বেগমের ওপর হামলা চালিয়ে মারপিট করে তাদের সাথে থাকা নগদ ২০,৫০০ টাকা ও মহিলাদের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত আঃ রাজ্জাককে ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়।

মামলা হওয়ার পর এখনো কোন আসামিকে আটক করা হয়নি।