লালমোহনে পরিত্যক্ত খালে মিলল মানুষের মাথার খুলি ও কংকাল

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন ওয়েস্টার্ন পাড়া ৮নং ওয়ার্ডের একটি পরিত্যাক্ত জোড়ার খালে মানুষের কংকাল পাওয়া গেছে।
রোববার বিকেলে সেলিম নামের এক শ্রমিক  মাছ ধরতে গিয়ে কচুড়িপোনার মধ্যে এই খুলি ও কংকাল পেয়েছে।
এলাকাবাসির ধারনা গত প্রায় ৭ মাস আগে ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাশেদের ছেলে  রায়হান নামের ১১ বছরের ছেলে হারিয়ে গিয়েছিল এটা তার মাথার খুলি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাশেদ ও তার শশুর সেলিম দাবি করে এটা তাদের হারিয়ে যাওয়া ছেলের কঙ্কাল।
লালমোহন পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন জানান,গত ৭ মাস পূর্বে আমার ওয়ার্ডের রাশেদের ছেলে রায়হান ১১ নিখোঁজ হয়েছে। আমাকে সেসময় এ ঘটনা জানানোর পর লালমোহনসহ সারা দেশের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে না পেয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করে বিভিন্ন পত্র পত্রিকায় ছবি সহ নিউজ দেয়া হয়েছে।এখন এ কংকাল এর ধারণা করা হচ্ছে রাশেদের ছেলে রায়হানের।
পরে স্থানীয় লোকজন লালমোহন থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালমোহন থানা পুলিশ পরিদর্শক তদন্ত এনায়েত হোসেন জানান,আমরা এরকম একটি ঘটনা শুনতে পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাথার খুলি ও কংকাল দেখতে পাই পরে ঐ স্থান থেকে সেলিম হোসেনের মাধ্যমে জোড়ার খালের মধ্যে আরো হাড় গোর পেয়ে আলামত জব্দ করে থানায় নিয়ে আসি।সুরত হালের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।