লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদে সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে  লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের  মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, অতিরিক্ত  পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাকসুদুর রহমান মুরাদের আয়োজন ও সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।
বিট পুলিশিং কার্যক্রম মাদক, ইভটিজিং,বাল্য বিবাহ,জঙ্গীবাদ,নারী নির্যাতন, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইম প্রতিরোধ  নিয়ে এ সভায় আলোচনা করেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক লালমোহন থানার হতদরিদ্রদের মাঝে বাড়ি ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন  এমপি শাওন।