লালমোহনে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত মাসে নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২৮ জন। এরমধ্যে বেশিরভাগই শিশু।

লালমোহন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিন জানান, চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ২৬ রোগী ভর্তি হয়েছে।

লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান বলেন, গত ২-৩ সপ্তাহ ধরে সর্দি জ্বর এবং নিউমোনিয়া রোগীর পরিমাণ বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এতে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। বাচ্চাদের প্রতি বাবা-মায়েরা একটু বেশি যত্নশীল হলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এরপরও আমরা পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছি।