লালমোহনে মেয়ের শ্বশুর বাড়িতে ক্যাডার বাহিনী নিয়ে বাপ চাচার হামলা

লালমোহন প্রতিনিধিঃ
লালমোহনে মেয়ের শ্বশুর বাড়িতে ক্যাডার বাহিনী নিয়ে বাপ চাচার হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের চর কালাচাঁদ গ্রামে ১৮ জুলাই সোমবার রাত অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধলীগৌর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চর কালাচাঁদ গ্রামের মো. হোসেন মিকারের ছেলে শাহাবুদ্দিনের সাথে তজুমুদ্দিন উপজেলার শম্বুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবিরাজ বাড়ির ওহাব মিয়ার মেয়ে সুমাইয়ার বিয়ে হয় প্রায় তিন বছর আগে। এ দম্পতির ঘরে সিফাত নামে একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে গৃহবধূ সুমাইয়া নিজের মন মতো চলাফেরা করে। সব সময় খারাপ আচরণ করে। উল্টাপাল্ট কথাবার্তা বলে। স্বামী ও তার পরিবারের কাউকে সে মানে না। উশৃংখলতা করে। কারো কোনো শাসন মানে না। সে তার মা বাবা ও চাচার কথা বলে স্বামীর পরিবারকে ধমক দিতে থাকে। তার নামে শাহাবুদ্দিন তার শ্বশুর ওহাব ও চাচা শ্বশুর ইলিয়াসের কাছে বিভিন্ন সময় বিচার দিলে তারা তাদের মেয়ের বিচার না করে উল্টো তাকে শাসানি দেয়। এক পর্যায়ে এসব বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে তিক্ততা চরম হয়ে ওঠে। ঘটনার দিন ১৮ জুলাই সোমবার রাত অনুমান ৯টার দিকে ওহাব ও ইলিয়াস ক্যাডার বাহিনী নিয়ে জামাই বাড়িতে এসে হামলা করে। শাহাবুদ্দিনের বোন লুত্ফা জানায়, আমরা ভাবছি তালুই আমাদের বাড়ি মেহমান এসেছেন। আমরা তাদের বসতে বলি। পরে দেখি তারা উত্তেজিত হয়ে গালিগালাজ করে আমাকে, আমার মা বাবা ও ভাইকে পিটিয়ে আহত করে। আমার চার বছরের মেয়ে মুনতাহাকেও তারা বেদম মেরেছে। আমাদের উদ্ধার করতে এলে প্রতিবেশী খোরশেদকে তারা পিটিয়ে আহত করে। আমাদের ঘর লুট করেছে। তিন লাখ পনেরো হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণ ও অন্যান্য মালামাল নিয়ে যায়। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওহাব মিয়া ও ইলিয়াসের সাথে কথা বলতে চাইলে তাদের কাউকে পাওয়া যায়নি।