লালমোহনে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ, ৭ জেলের সাজা

ভোলার লালমোহনে মেঘনা নদীর তীরে গাইড্ডা এলাকা ঘাট থেকে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় ৭ জেলেকে আটক করে সাজা দেওয়া হয়েছে।

লালমোহনের ভূমি কমিশনার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, বুধবার ভোরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের গাইড্ডা ঘাট থেকে মাছগুলো উদ্ধার করে উপজেলার ২২টি মাদ্রাসার এতিমখানার লিল্লাহ বোর্ডিংয়ে বিলিয়ে দেওয়া হয়। পরে আটককৃত ৭ জেলেকে জাটকা নিধন আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন উপজেলা ভূমি কমিশনার মোঃ জাহিদুল ইসলাম।

এসময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুছ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভূমি কমিশনার মোঃ জাহিদুল ইসলাম জানান, গাইড্ডা মেঘনার ঘাট থেকে ১৫ মণ জাটকা উদ্ধার ও ৭ জেলেকে আটক করি। পরে ২২টি মাদ্রাসার এতিমখানায় বিলিয়ে দিয়ে আটক ৭ জেলেকে মৎস্য আইনের বিভিন্ন মেয়াদে সাজ প্রদান করি।