লালমোহন উপজেলা চেয়ারম্যানের বৈধতা নিয়ে করা মামলা খারিজ

আব্দুর রহমান নোমানঃ
ভোলার লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে চেয়ারম্যানের বৈধতা নিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন ভোলার আদালত।
রোববার ভোলার যুগ্ম জজ মো. জাকারিয়া এ রায় দেন।
এর আগে ২০১৯ সালে লালমোহন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে এরপর থেকে তিনি দায়ীত্ব পালন করে আসছেন। কিন্তু নির্বাচনের কিছুদিন পর তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম বিজয়ী প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে ভোলার আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় তিনি বিজয়ী চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে জোরপূর্বক বিজয়ী হওয়া, অবৈধ ভোট দেওয়া, ব্যালেট পেপার পাল্টে ফেলা ইত্যাদি অভিযোগ আনেন। দীর্ঘদিন এ মামলার বিচার কার্য সম্পাদন করে পুনরায় ব্যালেট পেপার গোণার কাজ সম্পাদন করেন আদালত।
এর ধারাবাহিকতায় রোববার আদালত অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন আহমেদের পক্ষে রায় দেন।