লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা ধস

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। বৃহস্পতিবার দুুপুরে লালমোহন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

ছাদের পলেস্তারা ধসে পড়ার এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনার পর থেকে ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফসহ রোগীদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে। এখনও পুরো ছাদ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তারা শঙ্কা করছেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাহাদ নাসির জানান, ডিউটিরত অবস্থায় হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়ে। তবে আমরা কেউ আহত হইনি। দেড়বছর আগে হাসপাতাল কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ ছাদের বিষয়ে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, আজ কেউ আহত না হলেও এখনো আতঙ্ক বিরাজ করছে। আমিও এখন পর্যন্ত ভয়ে জরুরি বিভাগে যাইনি, আমার রুমে বসে চিকিৎসা সেবা দিচ্ছি। কেননা, যেকোন সময় আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেই ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও শিগগিরই ভবনটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।