লালমোহন ফরাজগঞ্জে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুট-পাট আহত-৮

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চাঁদার দাবীতে ছালাউদ্দিন কাঞ্চন ডাক্তারের বসত ঘরে হামলা-ভাংচুর, লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি সদস্য শামীমের বিরুদ্ধে। এ ঘটনায় নারী-পুরুষসহ ৮জন আহত হয়।
আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টারদিকে ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ছালাউদ্দিন কাঞ্চন ডাক্তারের বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় ক্যাডারদের হামলায় ছালাউদ্দিন কাঞ্চন ডাক্তারের ছেলে মামুন, মাকসুদ, মনজু, পুত্রবধূ তাছলিমা, তানিয়া, নূর আমিন, মফিজুল ইসলামসহ ৮জন নারী-পুরুষকে পিটিয়ে রক্তাক্ত যখম করে ক্যাডাররা। এ সময় শাসীম মেম্বারের নেতৃত্বে জুয়েল, সুমন, নিরব, সাদ্দাম, কাশেম, ছালাউদ্দিন, আল-আমিনসহ ২৫/৩০ জন ক্যাডার ছালাউদ্দিন কাঞ্চন ডাক্তারের বসত ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা ফ্রিজ, আলমারি ও ফার্ণিচার ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন মামুন।
মামুন জানান, তাদের বাড়ীর সামনে নিজস্ব জায়গায় ঘর করার সময় শামীম মেম্বার ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় ঘটনার সময় শামীম মেম্বারের নেতৃত্বে ক্যাডাররা এ হামলার ঘটনা ঘটায়। এছাড়াও বিগত ইউপি নির্বাচনে শামীমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় মামুন। সেই প্রতিশোধ নিতেও মরিয়া শামীম মেম্বার।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ শামীম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বিকার করেন।
এ রিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।