শশীভূষণে এস আই আবু হানিফ ফরাজীর দূরদর্শিতায় হত্যা মামলার পলাতক আসামি মনপুরায় গ্রেফতার

 

এইচ এম নোমান, চরফ‍্যাসন প্রতিনিধিঃ

ভোলা চরফ‍্যাসন উপজেলা শশীভূষন থানার হত্যা মামলার পলাতক আসামি হাজারীগন্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৃত আঃ খালেক মাঝির ছেলে মোঃ রবি আলম(২৩) কে আজ (১৭ জুন রবিবার) দুপুর ২:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানাধীন উত্তর সাকুচিয়া ইউনিয়ন আলম বাজার এলাকার বেড়িবাধের পাশে আসামীর শশুর হামজা মাঝির বাড়ির সামনে রাস্তার উপর থেকে মনপুরা থানা পুলিশের সহযোগিতায় হত্যা মামলার তদন্ত কারী অফিসার এস আই আবু হানিফ ফরাজী,কনস্টেবল মিলন হাওলাদার ও সংগীয় ফোর্স সহ গ্রেফতার করেন।

মামলার এজাহার সূত্রে জানাযায় গত ১৪ জুন ভোলা চরফ‍্যাসন উপজেলা শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আজিজ মাষ্টারের হালটের মাথায় বেড়ির উপর আঃ মালেকের মোদি ও চায়ের দোকানের সামনে সন্ধা ৬ ঘটিকার সময় দোকানের পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মালেক ও রবি আলমের কথার কাটাকাটির হয় এবং এক পর্যায়ে রবি আলম (২৩) দোকানদার কে অকথ্য ভাষায় গাল মন্দ করেন,এতে দোকানদার ভাগিনা মোঃ রাকিব প্রতিবাদ করলে রবি আলম রাকিবের দিকে তেরে আসলে দুইজনের মাঝে মারামারি শুরু হওয়ায়, দোকানদার আঃ মালেক দোকান থেকে নেমে এসে মারামারি বন্ধের চেষ্টা করলে রবি আলম এক পর্যায়ে মৃত লতিফ মাঝির ছেলে দোকানদার আঃ মালেক মাল(৫৫) এর অন্ডকোষে লাথি মারেন এতে দোকানদার মাটিতে লুটিয়ে পরলে স্থানীয় লোকজন এসে দোকানদারকে উদ্ধার করে চরফ‍্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দোকানীকে মৃত ঘোষণা করেন,

পরে এ ঘটনায় দোকানদারের ভাই আঃ হাসেম ২ জনকে আসামি করে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ৬/২২

এবিষয়ে শশীভূষণ থানার অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বলেন হত্যা মামলার প্রধান আসামি রবি আলমকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।