শিশু কিশোরদের মেধা বিকাশে তেতুলিয়ার তীরে দৃষ্টিনন্দন পার্ক তৈরি হচ্ছে -এমপি শাওন

 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও ভ্রমণের মাধ্যমে মেধা বিকাশের জন্য পার্কসহ নানাবিধ উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার।

লালমোহন উপজেলার বদরপুরের নাজিরপুর এলাকায় পার্ক ও অবকাঠামো তৈরির স্থান পরিদর্শন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের লেখাপড়ার পাশাপাশি চিত্ত বিনোদন খূবই গুরুত্বপূর্ণ বিষয়। শরির ও মনকে সতেজ রাখতে চিত্ত বিনোদনের গুরুত্ব অপরিহার্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বহু অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেনসহ আরও অনেকে।