শেখ হাসিনা ক্ষমতায় বলেই দেশ অনেকদূর এগিয়েছে: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা সরকার জেলেবান্ধব। আগামী ২ মাস নদীতে মাছ আহরণ বন্ধ থাকবে, তাই এসময় প্রধানমন্ত্রী জেলেদেকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশ অনেকদূর এগিয়ে গেছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাবে। সব ধরনের মানুষ দেশে সুখে শান্তিতে বসবাস করবে।

বুধবার সকালে প্রথমে লালমোহন উপজেলা ভূমি অফিসে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এমপি শাওন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে দেশিয় প্রজাতির গরুর বাছুর বিতরণে প্রধান অতিথি ছিলেন নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বিধায় আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। তিনি আছেন বিধায় মসজিদে ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নি¤œমধ্যবিত্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান তালুকদার, উপ পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল; অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান, লালমোহন; আজাহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ভোলা; সহকারী কমিশনার ভুমি মোঃ জাহিদুল ইসলাম; রুহুল কুদ্দুছ, উপজেলা মৎস্য কর্মকর্তা; আবুল হাসান রিমন, ভাইস চেয়ারম্যান, লালমোহন উপজেলা পরিষদ; মাসুমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান; ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক, লালমোহন উপজেলা আওয়ামী লীগ।