ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভোলায় ৩ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভোলায় মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঘরের নিচে চাপা পড়ে এক নারী এবং গাছের নিচে পড়ে একজন এবং বসতঘরের ওপর গাছ ভেঙে পড়লে আরও একজন নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলায় গাছ চাপায় সদর উপজেলা ধনিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন। সোমবার রাত ৮টায় তার বসতঘরের উপর একটি তেঁতুল গাছ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার এক ছেলে ও এক মেয়ে আহত হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া জেলার দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডে ঘরের নিচে চাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

অন্যদিকে জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজার এলাকায় গাছ চাপায় মো. মনিরুল ইসলাম (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়। চেয়ারম্যান বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছ চাপায় তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন ও শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।