করোনা: ভোলায় ১৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দ্বীপজেলা ভোলায় ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলার সিভিল সার্জন ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাইরের মানুষকে আপাতত ভোলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে এই পরীক্ষা সম্প্রারণ করা হবে। ঢাকার বাইরে করোনা শনাক্ত করণে কেবলমাত্র বরিশাল বিভাগ ছাড়া প্রতিটি বিভাগে এ পরীক্ষা করার সুবিধা রয়েছে।

দেশে করোনা রোগী শনাক্ত করার লক্ষ্যে গতকাল চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ২ হাজার নতুন কিট। আর অল্প সময়ের মধ্যে নতুন ১ লাখ কিট দেশে এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।