করোনা: ভোলা জেলায় কেউ শনাক্ত হয়নি, ২৪ জন নেগেটিভ

আব্দুর রহমান নোমান: ভোলা জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাস এ আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। জেলা থেকে ৮৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও সেখান থেকে এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ২৪ জনের। এই ২৪ জনের কারও করোনাভাইরাস পজিটিভ নয়। তাদের প্রত্যেকের ফলাফল নেগেটিভ।

ভোলার সিভিল সার্জন ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ভোলায় এখন ৫০ জনকে করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এখনও পর্যন্ত মোট ৪৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে ৪১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে ভোলা জেলার সঙ্গে নৌপথ ও সড়ক পথে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ মালামাল পরিবহনে ফেরি চালু রয়েছে। এছাড়াও জেলায় ফার্মেসি, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।