করোনা: কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিলেন এমপি শাওন

আব্দুর রহমান নোমান: করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে কৃষকদের সবজি চাষের উপর জোর দেয়ার আহবান জানান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন বলেন, করোনাভাইরাস দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বিনামূল্যে উন্নত সবজির বীজ ও সার বিতরণ করেছি। করোনা ভাইরাস দুর্যোগ পরবর্তীতে যেন ভোলা জেলায় খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়ে পাশ্ববর্তী জেলা ও উপজেলায় রপ্তানি করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, এসব সবজি ঘরের আঙ্গিনাসহ যেখানে জমি খালি থাকবে সেখানেই চাষ করতে হবে।

শনিবার সকালে লালমোহন কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ও পৌরসভা ৮নং ওয়ার্ডে প্রান্তিক চাষীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

উপজেলা কৃষি অফিসার এসএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন, কাউন্সিলর সাইফুল কবীর, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান বেপারী, সম্পাদক শহিদুল্লাহ সেলিম, যুবলীগের আহ্ববায়ক শাহিন মাতাব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।