ঘূর্ণিঝড় ইয়াস : লালমোহনে বেড়ীবাঁধ ভাঙার আশঙ্কা

লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের গাইড্ডা এলাকায় মেঘনা নদীর তীরে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বেড়ীবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। বেড়ীবাঁধের ভাঙন ঠেকাতে এখন দেয়া হচ্ছে জিওব্যাগ।

এলাকাবাসীর দাবি, কিছুদিন আগেও এখানে প্রায় শত কোটি টাকার ব্লকের কাজ হয়েছে। এখানে ৫০ মিটার জায়গা রয়েছে যেটা প্রতিবছর ভেঙে যায়। সেখানে যতি সেসময় জিওব্যাগ দিত তাহলে আর মানুষের দুর্ভোগ হতো না।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা এসে সরেজমিনে দেখে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।