চরফ্যাশনের সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চরফ্যাশন প্রতিনিধি: ভোলায় অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে মো. এরশাদ আলী (৫২) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা (৩০) ও মনির (৩৫) নামের আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত এরশাদ আলী চরফ্যাশন উপজেলার পূর্ব হাজারিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিন্নানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এরশাদ আলীসহ ফাতেমা ও মনির একটি অটোরিকশায় করে চরফ্যাশন থেকে কাশেমগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কাশেমগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়। আহত ফাতেমা ও মনিরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।