চরফ্যাশনে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা আবারও চালু

চরফ্যাশনে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা আবারও চালু হয়েছে। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ; ব্যবহার হচ্ছে খালের মাটিও। এসব ইটভাটার  ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ।

এক বছর আগে ৬টি অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছিল ৬টি ভাটা। বছর না ঘুরতেই সেখানে দেখা হেল অনিয়মের চিত্র। গুঁড়িয়ে দেওয়া সেসব ভাটা আবারও গড়ে উঠেছে। সেসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এতে উজার হচ্ছে বনভূমি। ব্যবহার হচ্ছে খালের মাটিও।

উপজেলার দক্ষিণ আইচার হাজারীগঞ্জ, আবদুল্লাপুর, রসুলপুর, নীলকমলসহ বিভিন্ন ইউনিয়নে রয়েছে ভাটাগুলো। ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে ফসল, বাড়ছে রোগবালাই।

পরিবেশ অধিদপ্তর বলছে, জনবল সংকটে এসব ভাটায় অভিযান পরিচলনায় সমস্যা হচ্ছে। তবুও সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, ভোলায় ১২২ ইটভাটার মধ্যে চরফ্যাশনেই ৩১টি। এর মধ্যে অনুমোদন আছে মাত্র ৯টির।