চরফ্যাশনে ৭০ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

bhola pratidin ভোলা প্রতিদিন

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা থেকে গলদা চিংড়ির ২০ লাখ রেণু জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের একটি যৌথ দল। পরে সেগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

নদী থেকে মশারি জাল দিয়ে ধরা এই চিংড়ির রেণুর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন নতুন স্লুইসগেট এলাকা থেকে এ রেণুগুলো জব্দ করা হয়।

আইন অনুযায়ী চিংড়ি রেণু ধরা নিষিদ্ধ। এক শ্রেণির অসাধু মৎস্যজীবী প্রশাসনের চোখ এড়িয়ে এ কাজটি করে থাকে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন, আমরা মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম নতুন স্লুইস গেট এলাকায় অভিযান চালিয়ে ড্রাম ও পাতিল ভর্তি ২০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করি। তবে এ ঘটনায় জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, জব্দ রেণুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬০-৭০ লাখ টাকা। রেণুগুলো রাতেই ওই এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।