তোফায়েল আহমেদকে এয়ার এম্বুলেন্সে নেওয়া হলো দিল্লীতে

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ। শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে দিল্লীর মেদান্ত হাসপাতালে নেওয়া হয়।

তবে তোফায়েল আহমেদের কন্যা শুক্রবারা বিকেলে জানান, বর্ষীয়ান এ জননেতাকে রুটিন চেকআপের জন্য দিল্লীতে নেওয়া হয়েছে। করোনার কারণে স্বাভাবিক বিমান চলাচল না থাকায় তাকে এয়ার এম্বুলেন্সে দিল্লী নেওয়া হয়েছে। এখন তিনি স্থিতিশীল রয়েছেন।

বিগত কিছুদিন থেকেই তোফায়েল আহমেদ হৃদরোগের জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তিনি কিছুটা বাড়তি অসুস্থতা বোধ করছিলেন বলে পারিবারিক সূত্র থেকে জানা যায়। এরপরই প্রধানমন্ত্রী তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই প্রেক্ষাপটে তার নিয়মিত চেকআপের জন্য দিল্লীতে নেওয়া হয় বলে পরিবার জানায়।

ভোলা জেলার গণমানুষের এই নেতার সুস্থতা কামনা করছে ভোলা প্রতিদিন পরিবার।