ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, গণধর্ষণসহ নারী নির্যাতন প্রতিবাদ ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সম্মুখ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মশাল মিছিল শেষে ধর্ষকের কুশপুতুলে অগ্নিসংযোগ করে। এসময় শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আক্তারুজ্জামান সিয়াম, অদিতি সপ্তর্ষী, আনিকা সরকার ও রাকিব মাহমুদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘নারী নির্যাতন বিরোধী অভিযোগ সেল’ গঠন ও কার্যকর করার দাবিও রাখা হয়।

সারাদেশে চলমান নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর গত বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের ও মৌন মিছিলের আয়োজন করে।’