প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দ সঠিকভাবে বন্টন করতে হবে: এমপি শাওন

আব্দুর রহমান নোমান: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে একজন সফল ও দক্ষ রাষ্ট্র নায়ক। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ জনগণকে জননেত্রী শেখ হাসিনার দেওয়া সুযোগ সুবিধা কিংবা বরাদ্দকৃত সবকিছু সঠিকভাবে বন্টন করার বিকল্প নেই।

তিনি বলেন, যদি জননেত্রী শেখ হাসিনার সরকারের সুনাম নষ্টের অপচেষ্টায় কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৭ এপ্রিল বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি, ওএমএস ডিলার ও সরকারী কর্মকর্তাদের সাথে জরুরী সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি শাওন।

এসময় তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।