বঙ্গমাতার অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর অবদান বাংলাদেশ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট তজুমদ্দিন উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সোনার বাংলা গঠনে বঙ্গমাতার অবদান নিয়ে আলোচনা শেষে তিনি একথা বলেন।

এদিন তজুমদ্দিনের অসহায় কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পে সুবিধাভোগিদের মাধ্য চাবি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ পাটোয়ারী, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হান্নানসহ তজুমদ্দিনের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।