বিএনপির মতো ‘ইয়েস উদ্দিন’ মার্কা রাষ্ট্রপতি করা হয়নি: কাদের

বিএনপির মত ইয়েস উদ্দিন মার্কা কোনো রাজাকার কিংবা বিতর্কিত ব্যক্তিকে দেশের রাষ্ট্রপতি করা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন দলীয় প্রার্থী মো. সাহাবুদ্দিন এর প্রস্তাবক হিসেবে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। এসময় তিনি সংবাদমাধ্যমকে একথা বলেন।

রাষ্ট্রপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দিনই নাম ঘোষণা করা হয়। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন এর নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইসি’কে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিত ব্যক্তিদের রাষ্ট্রপতি করে বিএনপি দেশকে ধ্বংস করেছে। বিএনপির মতো ইয়েস উদ্দিন রাষ্ট্রপতি করেনি আওয়ামী লীগ।

রাজনৈতিক সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি সংবিধান এবং গণতন্ত্রে বিশ্বাসী না। সেই কারণে বিএনপির সঙ্গে সংলাপ হবে না। তবে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভোটের মাঠে বিএনপি থাকুক, এটা চাই।