ভোলায় আজ আসেনি করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট

ভোলা জেলায় আজ করোনাভাইরাস নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট আসেনি। তবে জেলা থেকে আজ আরও ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ কোনো রিপোর্ট না আসায় এখন পর্যন্ত আসা রিপোর্টের সংখ্যা আগের ৪২৩টি। আজ নতুন করে আরও ৯ জনের নমুনা পাঠানোর ফলে মোট নমুনার সংখ্যা ৫৫২।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সন্দেহে আরও ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর এসময়ে ছাড়পত্র পেয়েছেন ২৯০ জন। এর ফলে এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫১ জন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১৫২৫ জন।

করোনাভাইরাস এর কারণে জেলায় এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আগের ৫২ জনই রয়েছেন বলে জানান এই পরিসংখ্যানবিদ। গত ২৪ ঘণ্টায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখার প্রয়োজন হয়নি। এখন জেলায় আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা শূন্য বলেও জানান তিনি।

উল্লেখ্য, ভোলায় করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বোরহানউদ্দিন এবং মনপুরার ২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর বাকি ৩ জনের নমুনা পুনঃপরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে। একাধিকবার তাদের ফলাফল নেগেটিভ আসলে তারা সুস্থ হিসেবে ছাড়পত্র পাবেন।