ভোলায় এলো আরও ৯ জনের করোনা রিপোর্ট, ফল নেগেটিভ

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।

ভোলা প্রতিদিনকে এমন তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় ৪২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে ৫ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তবে আক্রান্তদের মধ্যে ২ জন ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বাকি ৩ জনের রিটেস্ট ফল নেগেটিভ এসেছে। তাদের নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। একাধিকবার নমুনা পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসলে তারা ছাড়পত্র পাবেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সন্দেহে ৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলা থেকে সর্বমোট ৬৫৯টি নমুনা পাঠানো হয়েছে।

ডা. রতন কুমার ঢালী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ১৯২২ জন।

এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই বলেও ভোলা প্রতিদিনকে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।