ভোলায় করোনায় শনাক্ত ও মৃত্যুহীন আরও একটি দিন

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এসময় কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। এর ফলে করোনায় আরও একটি শনাক্ত ও মৃত্যুহীন দিন দেখল ভোলা জেলা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় জেলায় এখন পর্যন্ত মোট ৬৮৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মৃত্যুবরণ না করলেও এখন পর্যন্ত জেলায় মোট ১৩৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত বা মারা যায়নি। এসময় পুরো বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৯ জনের। বিভাগে এখন পর্যন্ত মোট শনাক্ত ৪৫ হাজার ৩০৩ জন, মোট মারা গেছেন ৯৪৭ জন।