ভোলায় নিহত দুই নেতার পরিবারকে সহায়তা দিলেন হাফিজ ইব্রাহিম

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম ও  স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে ভোলা শহরের হোটেল দি প্যাপিলনে হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে জেলা বিএনপির নেত্রীবৃন্দ ওই দুই নেতার পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওদুদ, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মীর মোস্তাফিজুর রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল প্রমূখ।

উল্লেখ, গত ৩১ জুলাই গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অনেক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় নুরে আলমকে ঢাকায় নেয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন নুরে আলম।