ভোলা ও চরফ্যাশন পৌরসভায় নৌকার জয়

ভোলা সদর ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাদেরকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ভোলা পৌরসভার মেয়র পদে ১৬ হাজার ৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির। চরফ্যাশন পৌরসভার ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মোঃ মোরশেদ। চরফ্যাশনে বিএনপির প্রার্থী দুপুরের দিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে নির্বাচন বর্জন করেন।

ভোলার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২ নম্বর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, আসাদ হোসেন জুম্মান, ৪ নম্বর ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, ৭ নম্বর ওয়ার্ডে শাহে আলম, ৮ নম্বর ওয়ার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯ নম্বর ওয়ার্ডে মাইনুল হোসেন শামিম নির্বাচিত হয়েছে।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জোসনা ইয়াসমিন; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

ভোলা জেলা সহকারী রির্টানিং অফিসার মো: আলাউদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করে বিজয়ী নাম ঘোষণা করা হয়েছে। ভোলা পৌরসভায় ৫২ ভাগ ভোট কাস্ট হয়েছে।