ভোলা জেলায় করোনাভাইরাস এর সর্বশেষ চিত্র

আব্দুর রহমান নোমান: ভোলা জেলায় এখন পর্যন্ত ৪ জন করোনাভাইরাস এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভোলা সদরে দু’জনের করোনা শনাক্ত হয়েছে। চারজনের মধ্যে এখন পর্যন্ত মনপুরার আক্রান্ত ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর বোরহানউদ্দিনের আক্রান্ত শিশুকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলা সদরে আজ শনাক্ত হওয়া ব্যক্তিরা এখনও বাসায় এবং তাদের বিষয়ে বিস্তারিত কাজ চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ভোলা প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন।

ভোলা প্রতিদিনকে জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম জানিয়েছেন জেলার সার্বিক চিত্র। তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১৪ জনের নমুনা। এখন পর্যন্ত মোট ৩২৬ জনের নমুনা পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসময়ে ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। এর ফলে এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৭০৭ জন। জেলায় সর্বমোট ১৫৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভোলা প্রতিদিন এর প্রশ্নের জবাবে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের চিত্র সম্পর্কেও কথা বলেছেন পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি। আগের ৫২ জনই এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ৯০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এখনকার ৫২ জন ছাড়া বাকিরা কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়া এবং করোনাভাইরাস এর ঝুঁকিমুক্ত থাকায় ছাড়পত্র পেয়েছেন।