লালমোহনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন এমপি শাওন

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে খরিফ ২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে তিনি সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এএসএম শাহাবুদ্দিন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন।
বাস্তবায়নে ছিলেন লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লালমোহন সদর ইউনিয়ন, বদরপুর ও চরভূতা ইউনিয়নে মোট ৭৯০ জন কৃষককে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।