লালমোহনে কেমন গেল করোনা টিকার প্রথম দিন

লালমোহনে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে প্রথম দিনের করোনাভাইরাস টিকা কর্মসূচি। এদিন টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬৮ জন।

টিকা নিয়ে সাধারণ মানুষের ভীতি দূর করতে উপজেলায় প্রথম ভ্যাকসিন নিয়েছেন ইউএনও আল-নোমান। রোববার সকাল সাড়ে দশটার দিকে তিনি প্রথম টিকা গ্রহণ করেন।

এরপর একে একে টিকা নেন লালমোহন উপজেলা নির্বাচন কমিশন অফিসার আমীর খসরু গাজী, লালমোহন হাসপাতালের ডাঃ মোঃ সোহরাওয়ার্দী সহ আরও অনেকে।

ইউএনও ভ্যাকসিন নিয়ে বলেন, বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে এই ভ্যাকসিন আমাদের মধ্যে নিয়ে এসেছে। এই টিকা নিরাপদ। টিকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণ করার জন্য surokkha.gov.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছেন। একইসাথে ভ্যাকসিন নিয়ে কেউ যেন গুজব ছড়াতে না পারে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে এই উপজেলায় ৯ হাজার ডোজ টিকা এসেছে। তবে প্রথম দিনে টিকা নেওয়ার জন্য ৬৮ জন রেজিস্ট্রেশন করলেও এ সংখ্যা ক্রমেই বাড়ছে।