লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াস (যশ) মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা

 লালমোহন প্রতিনিধি: লালমোহনে আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস (যশ) মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে দুুুুুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এই সভায় লালমোহনে ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এছাড়া মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যে বিচ্ছিন্ন চরগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার জন্য ট্রলার, স্পীড বোর্টের ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন করাসহ আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং খিঁচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, গোলাম মোস্তফা, আবু ইউসুফ, ফরহাদ হোসেন মুরাদ প্রমূখ।