লালমোহনে নারী সহ তিন জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ 

বিশেষ প্রতিনিধিঃ লালমোহনে তিন জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গত ২১ জুন সকাল ঘটিকার সময় আবুল কালাম মাঝি তার নিজের জমিতে গাছ রোপন করার জন্য আরা বাঁধে।এসময় একই এলাকার পার্শ্ববর্তী কাদিরেগো বাড়ির করিম,কালাম,শাকিল, রিয়াজ,আবু তাহের,জাহাঙ্গীর, এছিন মাঝি,শাওন,দল বেঁধে এসে তাকে মাটি কাটতে বাঁধা দেয়। কালাম মাঝি তাদেরকে বাঁধা দেয়ার কারন জিজ্ঞেস করলে তারা উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে একপর্যায় কালামের ডাকচিৎকারে তার স্ত্রী ছায়েরা খাতুন ও তার ছেলে রিফাত তাকে উদ্ধার করেতে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আহত কালাম অভিযোগ করে জানান, করিম গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার কেউ সাহস পায়না।এরা আমাদেরকে মারপিট করে আহত করার পর আবার তাদের মহিলারা সন্ত্রাসী কায়দায় লাঠি সোঠা নিয়ে এসে আমার বিভিন্ন প্রজাতির গাছ পালা উপরে ফেলে। এঘটনায় লর্ড হার্ডিঞ্জ ৩ নং ওয়ার্ডের মিলন মেম্বারের নিকট জানতে চাইলে তিনি জানান, এ ঘটনা শুনেছি উভয় পক্ষ আসলে চেয়ারম্যান সহ ফয়সালা করে দেব।উক্ত ঘটনায় কালাম মাঝি লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।