লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিকের ছেলে রুবেলের সাথে প্রায় এক বছর আগে চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের ৪নং ওয়ার্ডের রুবেলের মেয়ে মিতু বেগম সুমির বিয়ে হয়। বিয়ের সময় কন্যার সুখের কথা বিবেচনা করে ছেলে পক্ষের দাবি অনুযায়ী মেয়েকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ও স্বর্ণালংকার দিয়ে শ্বশুরালয়ে তুলে দেয়। বিয়ের পর থেকে আরো টাকার দাবি করতে থাকে গৃহবধূর পিতৃ পরিবারের কাছে। গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে বিভিন্নভাবে চাপ দেয়। সে এতে অক্ষমতা প্রকাশ করলে স্বামী রুবেল ও তার ভাই জুবায়ের, নজরুল ইসলাম খোকন, মিজান, হুমায়ূন আজাদ এবং তার মা কোহিনুর মিলে যোগসাজশে শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। গৃহবধূর মামা এসব বিষয়ে জানতে চাইলে ও বিচারের দাবি করায় এরা তাকে গত ৭ আগস্ট এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং তার সাথে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাকে খুন করার হুমকি দেয়। গৃহবধূকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তারা গৃহবধূর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। বিচারের দাবিতে অসহায় গৃহবধূ ও তার পিতৃ পরিবার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। যৌতুক লোভী রুবেলের পরিবার সমাজের গন্যমান্যদের অমান্য করে করে গৃহবধূ ও তার পরিবারকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দেয়। অসহায় গৃহবধূ ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।