লালমোহনে রাতের আধারে জোর পূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনায় প্রতিপক্ষের জমি জোর পূর্বক দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড লেছ ছকিনা গ্রামের দাদাল বাড়ির সামনে একই এলাকার ওমরআলী বাড়ির আকতার গংদের দীর্ঘ দিন যাবত জমিজমা বিরোধ চলে আসছে। ওই বিরোধের এক পর্যায়ে বিচার ফয়সাল চলমান রেখে জোর পূর্বক ঘর উত্তোলন করে পার্শ্ববর্তী পলবান বাড়ির কামাল।
এবিষয়ে আকতার বলেন আমাদের ওয়ারিশি সম্পত্তি লেছ ছকিনা মৌজার এস.এ ৫১৯নং খতিয়ানের সাবেক দাগ নং ৫৭২ বর্তমান ১০১৪ – ১০১৫ এতে জমির পরিমান ১ একর ৭৯ শতাংশ এর মধ্যে সৃজন আলীর ৬ আনা সম্পত্তির মালিক আমরা তার ওয়ারিশ সে সম্পত্তিতে পলবান বাড়ির কামাল রাতের আধাঁরে পাকা ঘর নির্মাণের কাজ করে। আমরা খবর পেয়ে এসে বাঁধা প্রদান করি।

এবিষয়ে অভিযুক্ত কামাল বলেন আমার খরিদা সম্পত্তির মধ্যে ঘর করতেছি।বিচার চলমান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,আক্তার গংরা আমাদের বিরুদ্ধে কয়েকবার বিচার ফয়সালায় বসায় তার প্রেক্ষিতে আমি প্রত্যেক তারিখে হাজির হই কিন্তু আমার অন্যান্য ওয়ারিশরা হাজির হয়না এখন আমি কোথায় থাকব তার কারনে ঘর নির্মাণের কাজ শুরু করেছি।
এ ঘটনায় আকতার গংরা ন্যায় বিচার দাবি করেন