শেখ হাসিনার উদ্যোগে দেশে মাছের উৎপাদন বেড়েছে: এমপি শাওন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলার নাজিরপুর ও পৌরসভার খালে মাছের পোনা অবমুক্ত করেছেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

২৯ সেপ্টেম্বর বুধবার মাছের পোনা অবমুক্ত করে এমপি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নদী, খালে ও পুকুরে ব্যাপক মাছ পাওয়া যায়। মাছ চাষী ও জেলেদের উন্নয়নে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। শেখ হাসিনার আমলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানি করা হয়। দেশে মাছ চাষ বাড়াতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, নদনদীতে পানির প্রবাহ ও ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য ড্রেজিং করা হচ্ছে। পানির প্রবাহ বাড়লে মাছের উৎপাদন বাড়বে। দেশের সব জলাশয়ে মাছ চাষ করুন। শেখ হাসিনার উদ্যোগে দেশে মাছের উৎপাদন বেড়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র প্রমুখ।