সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য ভোলার লালমোহনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সহিংসতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়।

শনিবার সুশাসনের জন্য নাগরিক- সুজন লালমোহন উপজেলা শাখার আয়োজনে এবং লালমোহন প্রেসক্লাবের সহযোগিতায় এই সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।

এতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ইন্ধনে মুক্তিযুদ্ধ বিরোধী একটি কুচক্রি মহল দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে তৎপরতা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে এসব অপতৎপরতা দমন করেছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট আমলের মতো লালমোহন ও তজুমদ্দিনে কোনো সাম্প্রদায়িকতা বিনষ্ট হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলমান পরপস্পরের সাথে সুসম্পর্ক রয়েছে।

সুজনের আয়োজনে লালমোহন প্রেসক্লাব থেকে এ র‌্যালি বের হয়। পরে থানার মোড়ে গিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন এর লালমোহন উপজেলা কমিটির সমন্বয়কারী মো. জসিম জনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, লালমোহন মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হিন্দ, সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুণ্ড, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজিব, পৌর ছাত্রলীগের আহবায়ক মো. রাসেল, পৌর কাউন্সিলর জসিম ফরাজী প্রমূখ।