সীতাকুণ্ডে ভোলার ছেলে ফায়ার কর্মী হাবিবুর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭ জন কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে হাবিবুর রহমান (২৬) নামে ভোলা জেলার একজন রয়েছেন।

ফায়ার সার্ভিসের নিহতদের পরিচয় শনাক্ত হওয়া বাকিরা হলেন- কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত বাঁশাখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের মনিরুজ্জামান (৩২), একই উপজেলার চারিয়ার নাপুরা এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২৪) ও রবিউল আলম (১৯)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুনে কেমিক্যাল কন্টেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় তিন কিলোমিটার এলাকা। এতে ভেঙে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।

ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪শ’র বেশি দগ্ধ ও আহত হয়েছেন।