মাদকের টাকায় ভোলার নুরুলের ঢাকায় ৫ বাড়ি

‘বড় ব্যবসায়ী’ হিসেবে পরিচিতি রয়েছে নুরুল ইসলামের। ২০০১ সালে টেকনাফ বন্দরে চুক্তিভিত্তিক দৈনিক মাত্র ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। চাকরি ছাড়েন ২০০৯ সালে। এর পরের ১৪ বছরে ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে তাঁর পাঁচটি বাড়ি হয়েছে।

পুলিশ বলছে, নুরুলও বড় মাদক ব্যবসায়ী। সামান্য বেতনে টেকনাফে চাকরি শুরু করার সময়ই জড়িয়ে পড়েন ইয়াবার কারবারে। মূলত ইয়াবা ব্যবসার টাকা বৈধ করতেই আমদানি–রপ্তানি ব্যবসার কাগুজে প্রতিষ্ঠান খোলেন। নুরুল ও তাঁর স্ত্রীর নামে মোট ১১টি ব্যাংক অ্যাকাউন্ট থাকার তথ্য পেয়েছে পুলিশ। ওই সব হিসাবে গত এক যুগে ১৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, নুরুল ইসলামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম কানাইনগর এলাকায়। অভাবের কারণে পড়াশোনা করতে পারেননি। ২০০৯ সালে তিনি টেকনাফ স্থলবন্দরে দৈনিক ভিত্তিতে (মাস্টাররোলে) চাকরি শুরু করেন। সিআইডি সূত্র জানায়, চাকরির পাশাপাশি তিনি ইয়াবা কারবারে জড়ান। ইয়াবা ব্যবসার টাকা বৈধ করতে তিনটি কাগজে প্রতিষ্ঠান খোলেন। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আল নাহিন এন্টারপ্রাইজ, মিফতাহুল এন্টারপ্রাইজ ও আলফা এন্টারপ্রাইজ। আমদানি–রপ্তানির ব্যবসার নামে তাঁরা এসব প্রতিষ্ঠান খুলে মাদকের টাকা বৈধ করার চেষ্টা করেছেন।

নুরুলের বিষয়টি সামনে এসেছে র‌্যাবের চিঠির ভিত্তিতে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) অনুসন্ধান ঘিরে। নুরুলের বিষয়ে সিআইডিকে ২০২১ সালে চিঠি লেখে র‌্যাব। ওই চিঠির ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর সিআইডি গত সপ্তাহে জানায়, নুরুল মাদক ব্যবসা করেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। নুরুলের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শিগগরিই মামলা করা হবে।

প্রথম আলো জানায়, মাদক, জাল টাকাসহ ঢাকার আদাবর এলাকা থেকে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নুরুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাব তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয়। দীর্ঘ ১৫ মাস অনুসন্ধান করে সিআইডি ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তাঁর পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে। মাদক মামলায় জামিনে মুক্ত হওয়ার পর তিনি আর প্রকাশ্যে আসছেন না।

সিআইডির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘কাগজে-কলমে নুরুল ইসলামের যে সম্পদের তথ্য আমরা পেয়েছি, বাস্তবে তার সম্পদ প্রায় তিন গুণ বেশি হবে। নুরুল ইসলাম, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের নামে ঢাকার মোহাম্মদপুর, শ্যামলী ও টেকনাফে বিভিন্ন ব্যাংকের ১১টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। মেসার্স আল নাহিন এন্টারপ্রাইজের নামে বেসরকারি একটি ব্যাংকের শ্যামলী শাখায় ২০১৭ সালে একটি হিসাব খোলা হয়। সেই হিসাবে ২০২১ সালের ৪ জানুয়ারি পর্যন্ত জমা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। তুলে নেওয়া হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ৮৫ টাকা। বর্তমানে ওই ব্যাংক হিসেবে ১ কোটি ৫ লাখ ১৫ টাকা স্থিতি রয়েছে।

সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদক ব্যবসার টাকায় গত ১০ বছরে ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় জায়গা কিনে পাঁচটি বাড়ি করেছেন নুরুল ও রাজিয়া দম্পতি। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ৪ নম্বর রোডের ডি ব্লকে দুটি বাড়ি রয়েছে তাদের (বাড়ির নম্বর ৩৫ ও ৬৬)। একই এলাকার চন্দ্রিমা মডেল টাউনের ৭ নম্বর রোডের বি ব্লকের ১০ নম্বর বাড়িটিও তাদের। আদাবর নবীনগর হাউজিং এলাকার ৮ নম্বর রোডের ৬৮/৭০ নম্বর আধা পাকা আরেকটি বাড়ি রয়েছে নুরুলের। এ ছাড়া মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়িটিও তার। সাততলা এই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন নুরুল।

সিআইডি বলছে, নুরুলের স্ত্রী রাজিয়ার নামে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় ৩ ও ৭ দশমিক ৪৭ কাঠার দুটি প্লট, সাভারের আমিনবাজার এলাকায় ৫৩ শতাংশ জমি রয়েছে। এ ছাড়া রাজিয়ার নামে টেকনাফে প্রায় ২৩ শতাংশ জমি রয়েছে।

এ বিষয়ে নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার নুরুলের স্ত্রী রাজিয়া সুলতানার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমরা ব্যবসা করে এসব সম্পদ করেছি। আমরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নই। নিয়মিত আয়কর দিচ্ছি আমরা। আমার স্বামীর বিরুদ্ধে র‌্যাবের করা মাদক ও জাল টাকার মামলা সাজানো।

তবে নুরুলের বিষয়ে দীর্ঘ অনুসন্ধানের পর সিআইডি বলছে, মূলত অবৈধ সম্পদকে বৈধ হিসেবে দেখানোর জন্য ২০০৯ সালে চাকরি ছেড়ে দেন তিনি। সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘নুরুল ইসলাম ও তার স্ত্রী অর্জিত সম্পদের কোনো বৈধ কাগজপত্র দিতে পারেননি। অনুসন্ধানে আমরা নিশ্চিত হয়েছি, মাদকের কারবার করে তারা এসব সম্পদের মালিক হয়েছেন।’