করোনা: গত ৪৮ ঘণ্টায় ভোলায় আসেনি কারও রিপোর্ট

আব্দুর রহমান নোমান: করোনাভাইরাস পরিস্থিতিতে গত ৪৮ ঘণ্টায় ঢাকা থেকে কারও নমুনা পরীক্ষার রিপোর্ট ভোলায় আসেনি। সেই হিসেবে জেলায় এখনও নমুনা পরীক্ষার সংখ্যা ১১৯। এরমধ্যে সবার ফলাফলই নেগেটিভ।

ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী bhola pratidin কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঢাকা থেকে এই সময়ে কোনো রিপোর্ট আসেনি। এখন পর্যন্ত ঢাকায় ১৮৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১১৯ জনের।

তিনি জানান, ভোলা জেলায় এখন পর্যন্ত মোট ৭৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আইসোলেশনে না আসায় আইসোলেশন সংখ্যা শূন্য বলে জানান সিভিল সার্জন।