করোনা: রিপোর্ট না আসলেও ভোলায় বন্ধ নেই নমুনা সংগ্রহ

আব্দুর রহমান নোমান: ঢাকা থেকে গত ৪৮ ঘণ্টায় ভোলায় নতুন কোনো রিপোর্ট না আসলেও জেলায় বন্ধ নেই করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ। গত ২৪ ঘণ্টায় ভোলা জেলা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী bhola pratidin কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ঢাকায় ১৮৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১১৯ জনের। এরমধ্যে সবার ফলাফলই নেগেটিভ। গত ৪৮ ঘণ্টায় কোনো রিপোর্ট আসেনি। তবে গত ২৪ ঘণ্টায় আমরা আরও ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি।

তিনি জানান, ভোলা জেলায় এখন পর্যন্ত মোট ৭৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আইসোলেশনে না আসায় আইসোলেশন সংখ্যা শূন্য বলে জানান সিভিল সার্জন।