করোনা: ভোলায় ইটালি ফেরত যুবক কোয়ারেন্টাইনে

আব্দুর রহমান নোমান: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে একাধিক রোগী আক্রান্ত হলেও এখনও দ্বীপজেলা ভোলায় কোনো করোনা ব্যক্তি আক্রান্ত হননি। তবে ভোলায় করোনা ভাইরাস সন্দেহে ইটালি ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভোলার স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

ভোলা সদর হাসপাতাল সূত্র জানায়, ‘ভোলা সদর হাসপাতালে সন্দেহজনক করোনা রোগী আসেনি। তবে ইটালি থেকে আসা এক যুবকের জ্বর, সর্দি-কাশি থাকায় তিনি স্থানীয় ডাক্তারের কাছে গেলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেয়া হয়েছে।

এছাড়া যেসব রোগী জ্বর, সর্দি ও গলা ব্যাথা নিয়ে আসে তাদেরকে আলাদা স্ক্রিনিং করার জন্য হাসপাতালে স্ক্রিনিং সেন্টার খেলা হয়েছে। 

অন্যদিকে দেশে নতুন করে আরও দুই ব্যক্তি কারোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আক্রান্তরা ইটালি এবং জার্মানি থেকে ঢাকায় আসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের আক্রান্ত তিনজনের মধ্যে দু’জনকে ছেড়ে দেয়া হয়েছ। নতুন যে দু’জন আক্রান্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর শনিবার ইটালি ফেরতদের ১৪২ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে তাদের কেউই করোনায় আক্রান্ত নয়।