লালমোহনে শত্রুতার জেরে খামারে বিষ, মারা গেল ৪শ’ মণ মাছ

আব্দুর রহমান নোমান: লালমোহনে পূর্ব শত্রুতার জেরে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়র্ডে একুব আলী বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ হান্নানের মাছের খামারে এ ঘটনা ঘটে।

ভুক্তভুগী হান্নানের অভিযোগ, ৬২ শতাংশ জমির মধ্য তার বড় মাছের খামারে একটি কুচক্রি মহল গত ২৪ ফেব্রুয়ারি রাতে বিষ প্রয়োগ করে।

তিনি সকালে খামারের মধ্যে মাছ মরে পানিতে ভাসতে দেখে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে দেখান। এসময় খামারের পাশে খালি একটি কীটনাশক ঔষধের শিশি পাওয়া যায়। এতে তার ৪০০ মণ পাঙ্গাস ও তেলাপিয়া মাছ মেরে ফেলার অভিযোগ রয়েছে।

হান্নান আরো অভিযোগ করে জানান, আমি মাছের খামার করে বেশ লাভের মুখে ছিলাম। আমার ভালো দেখে এলাকার একটি কুচক্রি মহল আমাকে বেশ কিছুদিন যাবৎ হয়রানি করে আসছে। আমার ধারণা তারাই আমার এ সর্বনাশ করেছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।