করোনা: ভোলায় এলো আরও ১৪ জনের রিপোর্ট, শনাক্ত শূন্য

আব্দুর রহমান নোমান: ঢাকা থেকে আরও ১৪ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ভোলায় এসে পৌঁছেছে। তবে পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় জেলায় এখনও আক্রান্ত হিসেবে শনাক্ত নেই।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে ( bhola pratidin ) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে ঢাকা এবং বরিশাল থেকে জেলায় মোট ১৭৭ জনের পরীক্ষার ফলাফল এসে পৌঁছেছে। আর এখন পর্যন্ত ভোলা থেকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ২৩১ জনের নমুনা।

নজরুল ইসলাম বলেন, এখন জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই সময়ে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়া এবং করোনা উপসর্গ না থাকায় ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন।

সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ জানান, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ৬০৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।