ভোলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ৩৮ জনকে ছাড়পত্র

ফাইল ছবি

আব্দুর রহমান নোমান: করোনাভাইরাস সন্দেহে ভোলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৩৮ জন ছাড়পত্র পেয়েছেন। কোয়ারেন্টানের মেয়াদ শেষ হওয়ায় এবং করোনা উপসর্গ না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিন কে ( bhola pratidin ) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৩ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৪১ জন লকডাউনে রয়েছেন। এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪০৭ জন। জেলায় মোট ৯৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৫৭০ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় এবং ঝুঁকি না থাকায় ধাপে ধাপে ছাড়পত্র পেয়েছেন।

বরিশাল শেরে বাংলা মেডিক্যালের করোনা পরীক্ষাগার থেকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ২০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে বলেও জানান সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ। এরমধ্যে সবার ফলাফল নেগেটিভ এসেছে।

সেই হিসেবে জেলায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কোনো শনাক্ত নেই।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা থেকে আরও ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। জেলা থেকে এখন পর্যন্ত মোট ২৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১৭৫টি নমুনা, বাকি ৫৬টি নমুনা পাঠানো হয়েছে বরিশালে।

‌‘ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছে ১৪৩ জনের রিপোর্ট, আর আজ বরিশাল থেকে আসলো ২০ জনের পরীক্ষার ফলাফল। এর ফলে জেলায় ঢাকা এবং বরিশাল থেকে মোট ১৬৩ জনের রিপোর্ট এসে পৌঁছালো’, বলেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম।