করোনা: ভোলায় গত ২৪ ঘণ্টায় আসেনি কারও রিপোর্ট

আব্দুর রহমান নোমান: করোনাভাইরাস পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে কারও নমুনা পরীক্ষার রিপোর্ট ভোলায় আসেনি। সেই হিসেবে জেলায় এখনও নমুনা পরীক্ষার সংখ্যা ১১৯। এরমধ্যে সবার ফলাফলই নেগেটিভ।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঢাকা থেকে এই সময়ে কোনো রিপোর্ট আসেনি।

এই পরিসংখ্যানবিদ বলেন, এখন পর্যন্ত ঢাকায় ১৭৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১১৯ জনের।

তিনি জানান, ভোলা জেলায় ২৯৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আইসোলেশনে না আসায় আইসোলেশন সংখ্যা শূন্য বলে জানান সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ। আইসোলেশন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকেও এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

অন্যদিকে করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এর ফলে দেশে মৃতের সংখ্যা এখন ৫০।

আর গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩১ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে সারাদেশের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।